সংবাদদাতা, অন্ডল : আগ্নেয়অস্ত্র সহ উখরাই গ্রেফতার এক ব্যক্তি । ধৃতের নাম সুভাষ ধীবর । বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ । আজ তাকে পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে ।
মঙ্গলবার উখড়া গ্রামের আনন্দ মোর সংলগ্ন শ্মশান এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছিল হরিসাধন ঘোষ ও তপন বাউরী নামে দুজনকে । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র । বিচারকের নির্দেশে বর্তমানে তারা রয়েছে দুর্গাপুর জেলে ।
দুদিনের ব্যবধানে ফের উখড়া গ্রামের বাউরী পাড়া থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হলেন সুভাস ধীবর নামে একজন । তার কাছ থেকে উদ্ধার হয়েছে সেভেন এম এম একটি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ ও দুটি ম্যাগাজিন । বুধবার গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই সুভাষ ধীবরের সন্ধান পায় পুলিশ ।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় । শুক্রবার পুলিশ তাকে পেশ দুর্গাপুর মহকুমা আদালতে । পরপর আগ্নেয়অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । দুষ্কৃতীরা কি উদ্দেশ্যে আগ্নেয়অস্ত্র রেখেছিল জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ ।