তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- দু নম্বর জাতীয় সড়কের ধারে বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ।ধৃত দুজনের নাম সুরেশ হেমব্রম এবং অবিনাশ পাশওয়ান ।সুরেশ হেমব্রম ঝাড়খণ্ডের বাসিন্দা এবং অবিনাশ পাশওয়ান বিহারের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুজন দু'নম্বর জাতীয় সড়কের ধারে পানাগড় শিল্প তালুকের গেটের কাছে বিভিন্ন গাড়ির দাঁড় করিয়ে তাদের কাছে তোলাবাজি করছিল।।
সূত্র মারফত খবর পেয়ে সোমবার ভোর রাত্রে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে।আটক করা হয়েছে একটি বোলেরো গাড়ি। বোলেরো গাড়িটি জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা অশোকা বিল্ডকম লেখা রয়েছে।ধৃত দুই জন ও সংস্থার কর্মী কিনা তা খতিয়ে দেখা হোচ্ছে।ধৃত দুই জনকে সোমবার মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।