তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেসরকারি গ্যাস উত্তোলন সংস্থার দূষিত জলে নষ্ট হয়েছে ফসল। এই অভিযোগ তুলে সোমবার সকালে কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের হরিকি এলাকার বেসরকারি গ্যাস উত্তোলনকারি সংস্থার গেটের সামনে ধানের চারা নিয়ে বিক্ষোভ দেখালেন কৃষকরা।এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাষিদের অভিযোগ এবছর তেমনভাবে বোরো ধান হয় নি। শ্রাবণ মাস শেষ হতে চলেছে, বৃষ্টিও তেমন ভাবে হয় নি।এই অবস্থায় কুনুরের জলে ধানের চারা পুঁতেছিল চাষিরা কিন্তু গ্যাস উত্তোলনকারী সংস্থার দূষিত জলে ধানের চারা নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ। চাষিদের দাবী তাদের ক্ষতিপূরণ দিতে হবে। চাষিদের বিক্ষোভের জেরে সংস্থার পক্ষ থেকে চাষিদের নাম এবং ক্ষতির পরিমাণ লিখে দিতে বলা হয়। ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে বিক্ষোভ উঠিয়ে নেন কৃষকরা।