তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবাহী বাস। ঘটনাটি ঘটেছে কাঁকসার রাজবাঁধ চটি এলাকায় দু নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে সকাল সাড়ে ১০ টা নাগাদ দু নম্বর জাতীয় সড়কে আরামবাগ থেকে বরাকর গামী একটি যাত্রীবাহী বাস অত্যন্ত দ্রুত গতিতে একটি লরিকে অতিক্রম করার সময় দুর্গাপুর গামী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি টেলারের পিছনে ধাক্কা মারে।
বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে । বাসের বেশ কয়েকজন যাত্রী অল্পবিস্তর আহত হয়। তাদের মধ্যে একজনের গুরুতর আহত হলে তাকে ভর্তি করা হয় রাজবাঁধ এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ।
বাসের চালক ও খালাসি পলাতক । ট্রেলারটিকে আটক করতে না পারলেও দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে আটক করেছে পুলিশ ।দুর্ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।