তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত দুদিনের ভারী বৃষ্টির জেরে জলমগ্ন কাঁকসার রেলপার ট্যাংকি তলার বেশ কয়েকটি বাড়ি। রাস্তায় জল জমার পাশাপাশি গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে।দুদিনের ভারী বৃষ্টির জেরে ট্যাংকি তলা এলাকার নিকাশী নালার জল উঠে আসে বাড়ির মধ্যে। তার ওপর ভারী বৃষ্টির জল নিষ্কাশন না হওয়ার ফলে বাড়ির ভিতরে জল ঢুকে এক প্রকার গৃহবন্দী হয়ে গেছেন সেখানকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বৃষ্টির ফলে জল জমে যাওয়ায় বাড়ির ভেতর সাপ ব্যাঙ ঢুকে পড়ছে।ফলে আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে সেখানকার বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের।
স্থাযীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ।অন্যদিকে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য গৌতম বাউরী জানিয়েছেন তারা এই বিষয়ে এর আগেও সমস্যার সমাধান করার জন্য গিয়েছিলেন কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। ফলে দ্রুত তারা ওই এলাকায় মেশিনারি দিয়ে জল নিষ্কাশনের পাশাপাশি নিকাশি নালাগুলোর সাফাইয়ের উদ্যোগ নিয়েছেন।