তনুশ্রী চৌধুরী, পানাগর:- নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ বোঝাই ট্রাক্টর উল্টে আহত হল ট্রাক্টরের চালকসহ মোট তিনজন।দুর্ঘটনাটি ঘটেছে পানাগর বাইপাসে বিরুডিহা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে বাঁশ বোঝাই করে একটি ট্রাক্টর বর্ধমান থেকে দুর্গাপুরের দিকে দুনম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনা জেরে দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে ট্রাক্টরটিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।জানা গেছে ট্রাক্টরে চালকসহ আরো দুজন ছিল তারা সকলেই অল্পবিস্তর আহত হয়।কাঁকসা থানার পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।