তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গরু পাচার কাণ্ডে বীরভূমে সিবিআই এর হাতে গ্রেপ্তার হন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই খবর ছড়িয়ে পড়তেই গুড়ের বাতাসা ও নকুল দানা বিলি করে পানাগর বাজারে আনন্দে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকরা।বৃহস্পতিবার পানাগড় বাজারে এলাকার মানুষ ও ব্যবসায়ীদের হাতে গুড়ের বাতাসা ও নকুল দানা তুলে দেন বিজেপি কর্মীরা।
উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান সদরের জেলা সহ সভাপতি রমন শর্মা, এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসার দু নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী সহ মন্ডলের কর্মী সমর্থকরা। বিজেপি নেতা রমান শর্মা বলেন 'গুড়ের বাতাসা ও নকুল দানা খাইয়ে পগার পাড় করার কথা এতদিন বলতেন অনুব্রত মণ্ডল। আজ তিনি গরু পাচার কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন। তাই তারা এই খুশিতে তারা অনুব্রত মণ্ডলের সৃষ্টি করা গুড়ের বাতাসা ও নকুলদানা বিলি করে আনন্দে মেতে উঠেছেন।'