তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গরু পাচার চক্রে সি বি আই এর হাতে গ্রেফতার বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।বৃহষ্পতিবার অনুব্রত মণ্ডল কে গ্রেফতার করে আসানসোলে নিয়ে যায় সিবিআই।এই খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার বিকালে ঢাক বাজিয়ে গুড়ের বাতাসা ও নকুল দানা বিলি করে পানাগড়ে মিছিল করলো বাম কর্মী সমর্থকেরা।
বৃহস্পতিবার ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী) কাঁকসা ১নম্বর এরিয়া কমিটির উদ্যোগে অনুব্রত মন্ডলের শাস্তির দাবিতে ও অন্যান্য নেতা মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে 'চোর ধরো জেল ভোরো' স্লোগান তুলে পানাগড় বাজারের সিপিআইএমের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে পানাগড় স্টেশন পর্যন্ত মিছিল প্রদক্ষিণ করে পুনরায় পানাগড় বাজারে এসে মিছিল শেষ হয়। এদিন মিছিল থেকে গুড়ের বাতাসা ও নকুলদানা বিলি করেন বাম কর্মী সমর্থকরা।
এদিন মিছিলে উপিস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিরেস্বর মন্ডল।তিনি বলেন 'অনুব্রত মন্ডল গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচারেও যুক্ত।তার সিকিউরিটি আগেই গ্রেফতার হয়েছে। এখনো রাজ্যের একাধিক নেতা মন্ত্রী গ্রেফতার হতে বাকি আছে।সিবিআই অনুব্রত মন্ডলকে গ্রেফতারের খুশিতে তারা নকুলদানা আর গুড়ের বাতাসা বিলি করছেন।তবে শুধু তারা নয় গোটা রাজ্যের মানুষ খুশি অনুব্রত মন্ডলের গ্রেফটরের ঘটনায়।'