তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে কাঁকসা ব্লক শাখা আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্ম বিরতির ডাক দিয়ে আন্দোলনে নামলেন কাঁকসা ব্লকের আশা কর্মীরা।বুধবার সকাল থেকে পানাগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান ব্লকের সমস্ত আশাকর্মীরা।
এদিন সকাল থেকে বেতন বৃদ্ধির দাবিসহ একগুচ্ছ দাবীকে সামনে রেখে তারা বিক্ষোভ দেখান।আশাকর্মীরা জানিয়েছেন আশা কর্মী নিয়োগের সময় তাদের নানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি সরকার কোনভাবেই মানছে না।। করোনা আবহে তারা নিয়মিত এলাকায় কাজ করেছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে তারা বেতন পান না।
প্রায় ১০০ জন আশা কর্মী রয়েছেন যারা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ডাক দিয়ে আজ থেকে আন্দোলনে নেমেছেন। যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আশা কর্মীরা।