তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বন্ধ কারখানার নিরাপত্তা রক্ষীর হাতে ধরা পড়লো চোর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাত্রে কাঁকসার বেলডাঙ্গা এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে কাঁকসার বেল ডাঙ্গা এলাকায় একটি বন্ধ কারখানায় চুরির উদ্যেশ্যে ঢোকে দুই ব্যক্তি। সেই সময় কারখানায় কর্মরত নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যায় একজন। ধৃতের নাম সুকুল কিস্কু। কাঁকসার রঘুনাথপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে চুরির উদ্দেশ্যে দুই ব্যক্তি কারখানায় প্রবেশ করেছিল।নিরাপত্তারক্ষীরা একজনকে ধরে ফেলে ও গ্রামবাসীদের এবং পুলিশ কে খবর দেয়।গ্রামের মানুষ সেখানে পৌঁছলে গ্রামবাসীরা তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।বুধবার ধৃতকে মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।