তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার মন্ত্রিত্ব পাওয়ার পরই গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে খুশিতে মেতে উঠেছেন জেলার মানুষ।পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস বলেন তিনি প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ধন্যবাদ জানাতে চান।পশ্চিম বর্ধমান জেলায় আরও একটি পূর্ণ মন্ত্রী দেওয়ার জন্য।
দুর্গাপুর সহ কাঁকসার বাসিন্দারাও আনন্দিত এবং জেলার মানুষ অনেক উপকৃত হবেন তিনি মন্ত্রী হওয়ার পর।যদিও তিনি মন্ত্রী হওয়ার আগেই বহু উন্নয়নের কাজ করেছেন।পাশাপাশি কাঁকসা ব্লকে যে সমস্ত উন্নয়নের কাজ বাকি রয়েছে সেই বিষয়ে তার কাছে আবেদন জানাবেন বলে জানিয়েছেন তিনি।