তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আগামী ২৯ শে আগস্ট কলকাতায় গান্ধী মূর্তি পাদদেশে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে।সেই সমাবেশকে সফল করতে শুক্রবার কাঁকসার রেলপারে তৃণমূল ছাত্র পরিষদের কাঁকসা ব্লকের তৃণমূলের ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
এদিন সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের কাঁকসা ব্লকের সভাপতি রাজেশ কোনার, কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী সহ জেলা তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব।কাঁকসা ব্লকের তৃণমূলের ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাজেশ কোনার জানিয়েছেন আগামী ২৯শে আগস্ট কলকাতায় তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হবে।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই সভা সফল করতে ব্লকের সমস্ত ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।সভায় দলের সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।