Type Here to Get Search Results !

সরকার উন্নয়ন করলেও, সচেতন নয় অধিকাংশ মানুষ



সোমনাথ মুখার্জী পাণ্ডবেশ্বর:- সাধারণ মানুষের বারবার অভিযোগ থাকে সরকারের কাছে নানান সুবিধা অসুবিধা নিয়ে। পাণ্ডবেশ্বর বিধানসভার ছোড়া পঞ্চায়েতের অন্তর্গত বালুডাঙ্গা এলাকায় এমনই চিত্র ধরা পরল । সেখানে মানুষের সুবিধার্থে নোংরা আবর্জনা ফেলবার জন্য নির্দিষ্ট ডাস্টবিন তৈরি করেছে স্থানীয় পঞ্চায়েত । কিন্তু সচেতন নয় এলাকার মানুষ ডাস্টবিন ছাড়াই রাস্তায় দু'পাশেই ফেলছেন আবর্জনা । যার ফলে একদিকে যেমন বাড়ছে দৃশ্য দূষণ অন্যদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে ও এলাকায় । 







যদিও এলাকাকে নোংরা আবর্জনা করার বিষয়ে স্থানীয় মানুষজন মুখ খুলতে নারাজ । তবে, ছোড়া পঞ্চায়েতের তৃণমূলের ছোড়া অঞ্চল সভাপতি চরিত্র পাশোয়ার জানান, মানুষের সুবিধার্থে তৈরি করা হয়েছে ডাস্টবিন তবে মানুষের নিজেদের সচেতন হওয়া প্রয়োজন । অঞ্চল সভাপতি জানান ছোড়া পঞ্চায়েত এলাকায় শুধু বালুডাঙ্গা নয় বিভিন্ন জায়গায় এরকম ডাস্টবিন তৈরি করা হয়েছে । ডাস্টবিন থাকা সত্ত্বেও যদি মানুষ সেখানে নোংরা আবর্জনা না ফেলে রাস্তার এই দুই প্রান্তে নোংরা আবর্জনা করেন তাহলে তো সমস্যা বাড়বেই । এর পাশাপাশি তিনি এও বলেন পঞ্চায়েত উদ্যোগ নেবে এরপর মানুষকে সচেতন করার ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad