তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের সমর্থনে সোমবার কাঁকসার বনকাটি অঞ্চলে পদ যাত্রা অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের।এদিন কাঁকসা ব্লকের চম্পাইনগর থেকে বনকাটি গ্রাম পঞ্চায়েতের অযোধ্যা হাটতলা পর্যন্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভবানী ভট্টাচার্য, বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগ্দী, বনকাটি অঞ্চল যুব সভাপতি সোমনাথ গাঙ্গুলী, পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ রুমা ধীবর, তৃণমূল নেতা লালু রায়, নীলকমল ব্যানার্জী সহ অন্যান্য নেতৃত্বরা।
কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার জানিয়েছেন আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে তৃণমূলের সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় তৃণমূল সুপ্রিমো একগুচ্ছ বার্তা দেবেন তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। একদিকে যেমন তৃণমূলের কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য ধর্মতলার শহীদ দিবসের সভায় যোগ দেবেন পাশাপাশি শহীদ সভা থেকে ১৩ জন শহীদদের তর্পণ করতে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমর্থক সভায় যোগ দেবেন। সেই সভা সফল করতে সোমবার তারা পদ যাত্রা করেন।