তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড় বাজার চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় পানাগড়ের লায়ন্স ক্লাবের কনফারেন্স হলে কাঁকসা ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানে মাধ্যমিকের ১২ জন এবং উচ্চ মাধ্যমিকের ৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানাগড় বাজার চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ ভগত, পানাগড় বাজার ডিসপোজাল মোটর পার্টস এবং স্ক্র্যাপ ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সিং, তৃণমূল কংগ্রেসের কাঁকসা ব্লকের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী, পানাগড় বাজারের বিশিষ্ট চিকিৎসক ডাঃ অশোক গোস্বামী, চেম্বারের যুগ্ম সম্পাদক রতন আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মাধ্যমিকে, সুদীপা দে, প্রেরণা ভট্টাচার্য, আশা ইকবাল, খুশি কুমারী দুবে, সত্যম কর্মকার, রমিত চ্যাটার্জি, অনুষ্কা রায়, সুব্রত মণ্ডল, নন্দিনী দাস, মোহর কর্মকার, দেবজিৎ সেন এবং সৌরভ চ্যাটার্জিকে পুরস্কৃত করা হয়। উচ্চ মাধ্যমিকে শ্রেয়শী দাস, অর্পিতা ঘোষ, মধুরিমা চক্রবর্তী, খুশবু যাদব, খুশি অগ্রহারি, মৌসুমী দে এবং অনির্বাণ দাসকে পুরস্কৃত করা হয়।