তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মৃত বৃদ্ধার সৎকারে সাহায্য করতে গিয়ে এবং অসহায় পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে কাঁকসায় আক্রান্ত হতে হলো এক যুবককে।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে প্রয়াগপুর শ্মশানে।পানাগর এর দার্জিলিং মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা আক্রান্ত যুবক সাতু বাগদি জানিয়েছেন,
তার প্রতিবেশী এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে তিনি ওই পরিবারের পাশে দাঁড়ান। মৃত বৃদ্ধার পরিবার যাতে সুষ্ঠুভাবে সৎকারের কাজ করতে পারেন তাই এলাকাবাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন করেন তিনি। শুধু এই কাজ করার অপরাধে এলাকারই এক যুবকের হাতে আক্রান্ত হতে হয় তাকে। তার অভিযোগ পুরনো শত্রুতার জেরেই তাকে মারধর করা হয়েছে বলে অনুমান।
পাশাপাশি তিনি তৃণমূল সমর্থক বলে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে রাজনৈতিক রঙ চড়িয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।ঘটনার পরই আহত অবস্থায় পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর গোটা ঘটনার সম্পর্কে তিনি থানায় লিখিত অভিযোগ জানান।এর পরই কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে আটক করে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।