তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শনিবার বিকাল ৪টা নাগাদ কাঁকসার মিনি বাজারের কাছে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে ধাক্কা মারে একটি যাত্রীবাহী ভলভো বাস। বাসটি বীরভূম থেকে পানাগড়ের দিকে আসছিলো।
বাসের যাত্রীরা অল্পবিস্তর আহত হলেও গুরুতর আহত হয় বাসের চালক। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা পৌঁছে আহতদের উদ্ধার করে এবং হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।
দুর্ঘটনার জেরে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের উপর যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।