তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- জ্যোতি বসুর জন্ম দিবস উপলক্ষে ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করলেন বাম কর্মী সমর্থকরা। কাঁকসা এক নম্বর লোকাল কমিটির উদ্যোগে ১০৯ তম জন্ম দিবস স্মরনে শনিবার কাঁকসার রাজবাঁধ এলাকায় সিপিআইএম এর দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান বাম কর্মীরা ও বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা।এদিন বক্তৃতার মাধ্যমে সকলের সামনে জ্যোতি বসুর জীবন কাহিনী তুলে ধরেন সকলে। পাশাপাশি যেদিন জ্যোতি বসুর স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
স্বেচ্ছায় রক্তদান শিবিরে এদিন ৩০ জন রক্তদাতা রক্ত দান করেন বলে জানিয়েছেন বাম কর্মীরা। এদিন অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন সিপিআইএম এর কাঁকসা ১নম্বর লোকাল কমিটির সদস্যরা ও কাঁকসা ব্লকের বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব।