সংবাদাতা,পূর্ব বর্ধমান:- ওয়েস্ট বেঙ্গল স্লেট ক্যানডিডেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্ধমানে বিক্ষোভ সমাবেশ ও স্কুল দপ্তরের ডি আই এর কাছে স্মারকলিপি পেশ করা হল।মঙ্গলবার বর্ধমানের টাউন হল থেকে কার্জনগেট পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। তারপর ডি আইয়ের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
ওয়েস্ট বেঙ্গল স্লেট ক্যানডিডেট অ্যাসোসিয়েশনের বর্ধমানের সভাপতি, সূর্যকান্ত দত্ত বলেন,এর আগেও বহুবার স্মারকলিপি দেওয়া হয়েছে তাতে কোন কাজ হয়নি। আগামী দিনেও আমরা স্মারকলিপি দেব এবং আশা করব আমাদের দাবি মেনে নেবে রাজ্য সরকার।
রাজ্যে বেকারত্বের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। রাজ্য সরকার নতুন কোন চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করছে না। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল তিন লক্ষেরও বেশি পদ শূন্য রয়েছে। এছাড়াও অন্যান্য দপ্তরেও কর্মী নিয়োগের কোনো ব্যবস্থাই করছে না রাজ্য সরকার। অন্যান্য রাজ্যে চাকরির জন্য ট্রেন জ্বলে, বাস জ্বলে। পশ্চিমবঙ্গে বেকার ছেলেরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে।
সেই রকমই আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি, শুধু আমাদের অনুরোধ আমরা লেখাপড়া শিখেছি, আমাদের যোগ্যতা অনুযায়ী চাকরি করার ক্ষমতা রাখি। আমরা বেশিরভাগ জনই বিএড করেছি, উচ্চশিক্ষিত হয়েছি। যোগ্যতা অনুযায়ী স্থায়ী কাজ দেওয়া হোক। অস্থায়ীভাবে যে কাজ দেওয়া হচ্ছে তা আমরা করবো না।