তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সুস্থ থাকতে গেলে নিয়মিত ব্যায়াম অভ্যাসের পাশাপাশি দৌড়াতেও হবে। তাই তরুণ প্রজন্মকে দৌড়ানোর প্রতি উৎসাহ বাড়াতে মঙ্গলবার সকালে পানাগর এর রেলপাড় রেল গেট থেকে রণডিহা মোড় রেলগেট পর্যন্ত খাকি পোশাক ছেড়ে দৌড়ালেন রেল পুলিশের কর্মীরা।
রেল পুলিশের আধিকারিকরা জানিয়েছেন আজাদীকে অমৃত মোহতসব উপলক্ষে একতা দৌড়ের পাশাপাশি তরুন প্রজন্মকে দৌড়ানোর প্রতি আগ্রহ বাড়াতে তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন।এর আগেও তারা একাধিক কর্মসূচি করেছেন পাশাপাশি আগামী দিনে তারা একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন।