সোমনাথ মুখার্জী,পাণ্ডবেশ্বর:- পাণ্ডবেশ্বর স্টেশন সংলগ্ন একটি মিষ্টির দোকানে মঙ্গলবার গভীর রাতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি। ওই দোকানে কোন নগদ অর্থ না থাকায় দোকানে থাকা গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল।
দোকানদার জয়ন্ত লাহা জানাই বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন বন্ধ দোকানের তালাভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে দোকান খুলতে ভেতরে ঢুকে দেখেন গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতির দল।
দোকানে মজুদ থাকা বিপুলসংখ্যক মিষ্টি নষ্ট করে দিয়েছে দুষ্কৃতির দল। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ব্যবসায়ী মহলে।