সংবাদাতা,পূর্ববর্ধমান:- মিঠুন চক্রবর্তী বিজেপির কার্যকর্তা। আগামী পঞ্চায়েত ভোটে দলের সব নেতাই ঝাঁপাবে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে রাজ্যকে বঞ্চনার অভিযোগ নস্যাৎ করেন তিনি। বর্ধমানে দলের সদর কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্য সরকার ১০০ দিনের প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অডিট রিপোর্ট জমা না দেওয়ায় নতুন করে অর্থ বরাদ্দ করতে পারছে না কেন্দ্রীয় সরকার।
নারেগা সহ বিভিন্ন প্রকল্পের কেন্দ্রের বরাদ্দ অর্থের অডিট রিপোর্ট রাজ্য সরকার জমা দেয়নি। সে কারণেই এই প্রকল্পে টাকা মিলছে না। রিপোর্ট জমা দিলেই পুনরায় টাকা মিলবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ১০০ দিনের কাজ চাহিদার উপর নির্ভরশীল। কাজ করলেই টাকা মেলে।
তিনি আরো বলেন, মোদিজীর নেতৃত্বে সবকা সাথ সাবকা বিকাশ নীতি নিয়ে এগিয়ে চলছে দেশ। সারা দেশেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জন কল্যাণ মুখী প্রকল্প কার্যকর করা হয়েছে। কিন্তু এখানকার রাজ্য সরকার না চাওয়ায় কেন্দ্রের বিভিন্ন উন্নয়নের সুফল মানুষ পাচ্ছেন না। দু'দিনের সফরে গতকাল পূর্ব বর্ধমান জেলায় এসেছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।