সংবাদাতা,অন্ডাল:- অন্ডালের মাধবপুরে নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের ঘটনায় অন্ডাল থানায় স্মারক লিপি ও বিক্ষোভ প্রদর্শন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির।
গত ৬ ই জুলাই বেলা তিনটে নাগাদ বন্ধুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সাত বছরের সৌরভ বাউরি। সারারাত খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায়, তার পরদিন অন্ডাল থানায় নিখোঁজ ডাইরি করেন পরিবারের লোকজন।
নিখোঁজ হওয়ার পাঁচদিনের মাথায় বাড়ি থেকে আনুমানিক ৬০ থেকে ৭০ মিটার দূরে একটা জঙ্গলে থেকে নিখোঁজ সৌরভের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় বুধবার । এই ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করে অন্ডাল থানায় বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ বাউরী সমাজ কল্যাণ সমিতি।