তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো দু জন।ঘটনাটি ঘটেছে বুদবুদ বাইপাশে দু নম্বর জাতীয় সড়কের উপর।বুদবুদ থানার পুলিশ সূত্রে জানা গেছে একটি গ্যাস ট্যাঙ্কার কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বুদবুদ বাইপাশে দু নম্বর জাতীয় সড়কের ডিভাইডার অতিক্রম করে কোলকাতা গামী রাস্তা পার করে রাস্তার ধারে উল্টে যায়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ।পুলিশ আহত গ্যাস ট্যাংকারের চালক ও খালাসি কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।দুর্ঘটনাটি ঘটে গতকাল রাতে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।কিন্তু দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রাস্তা থেকে নিচে নেমে যাওয়ায় সেই সময় গাড়িটিকে অন্যত্র সরানো যায়নি।আজকে দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত উদ্ধার কাজ চলে যার কারণে কোলকাতা গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।৪টি হাইড্রা ক্রেন ও একটি ক্রেনের সাহায্যে গ্যাস ট্যাঙ্কার টি কে ঘন্টা খানেকের চেষ্টায় অন্যত্র সরানো হয়।