শুভময় পাত্র ,বীরভূম:- টাকা নয় পাঁচ বস্তা কয়েন উদ্ধার বীরভূমে। এবার একসঙ্গে পাঁচ পাঁচ বস্তা কয়েন উদ্ধার করলো নানুর থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে সংশ্লিষ্ট থানা এলাকার পালিতপুর মোড়ের কাছে একটি বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কয়েন ভর্তি ঐ বস্তাগুলো, যারমধ্যে এক টাকার কয়েন এক বস্তা ও ২ টাকার কয়েন ছিল চার বস্তা,সব মিলিয়ে যা সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা হতে পারে বলে অনুমান।
উল্লেখ্য সংশ্লিষ্ট বাসের ড্রাইভার ও খালাসি কে পুলিশ জিজ্ঞাসাবাদে পর জানতে পেরেছেন বস্তাগুলি কোন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মুর্শিদাবাদের ধুলিয়ানে তুলে দেয় এবং সে জানায় যে কলকাতায় এগুলো নামিয়ে নেওয়া হবে। কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই কয়েনগুলো পাচার করছিল সেব্যাপারে তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ।