তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কয়েক দিন পর মহরম উৎসবে মেতে উঠবেন পানাগড়ের ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি সমগ্র পানাগর মানুষরাও মহরম উৎসবে শামিল হবেন। মহরম উৎসবে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই সজাগ থাকবেন পুলিশ কর্মীরা।
পাশাপাশি মহরম উৎসব যাতে মহা ধুমধাম করে পালিত হয় সেই কারণে শনিবার কাঁকসা থানায় প্রশাসনিক আধিকারিকরা সমস্ত মহরম কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন। উপস্থিত ছিলেন কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ, কাঁকসার এসিপি, কাকসা ট্রাফিক গার্ডের ওসি, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এবং কাঁকসার বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী কয়েকদিনের পরেই মহরম উৎসব অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে সকল মহরম কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করা হয়। যেখানে পুলিশ আধিকারিকরা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে মাধ্যমে সকলের সাথে আলোচনা করা হয় এ বছর মহরম উৎসব কিভাবে সুষ্ঠু ভাবে পালন করা যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বৈঠকে।