সংবাদাতা,পূর্ব বর্ধমান:- বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের উইংস অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে যাতে বাইপাস সার্জারি করা যায় তারজন্য প্রয়োজনীয় পরিকাঠামো বানানোর উদ্যোগ নিচ্ছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। শনিবার অনাময় হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক শেষে একথা জানান রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ।
মন্ত্রী জানিয়েছেন, চিকিৎসা ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। অনাময়ে এখন ২৪ ঘন্টা পরিষেবা পাওয়া যাচ্ছে এবং স্বাস্থ্য সাথী কার্ডে এখানে চিকিৎসার সুবিধাও মিলছে। টেলি মেডিসিনের ক্ষেত্রে রাজ্যের যতগুলি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে তার মধ্যে বর্ধমান এখন ১ নম্বরে রয়েছে। হাসপাতালের মধ্যে রাস্তাগুলি সংস্কার করা, প্রয়োজনীয় বিভাগগুলিতে লিফটের ব্যবস্থা করা, পুরানো রাধারাণী বিল্ডিংটি যাতে নতুন করে করা যায় সেই বিষয়েও রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা চলছে।
এছাড়া নিউরোলজি ও কার্ডিওলজির চিকিৎসার জন্য বিশেষভাবে তৈরী অনামায় হাসপাতালে যাতে বাইপাস সার্জারি করা যায় তার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। বাইপাস সার্জারির জন্য যাদের এতদিন কলকাতা বা ভিনরাজ্যে ছুটতে হত, অনাময়ে এটা চালু হলে রোগিদের অনেক সুবিধা হবে।
উল্লেখ্য, ২ নম্বর জাতীয় সড়কের ধারে ব্যস্ততম রাস্তা উল্লাস মোড়ের কাছে অনাময় হাসপাতাল থাকায় রাস্তা পারাপার করতে গিয়ে মাঝে মাঝেই পথ দুর্ঘটনায় অনেক প্রাণহানির ঘটনা ঘটছে। এ বিষয়ে পুলিশকে সতর্ক থাকার আবেদনও জানানো হয়েছে বলে এদিন জানিয়েছেন স্বপন বাবু। এদিনের বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি শম্পা ধাড়া, বর্ধমান হাসপাতালের সুপার তাপস ঘোষ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম ও,উজ্জ্বল প্রামাণিক।