সংবাদাতা,পূর্ববর্ধমান:-বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম পবিত্র সিদেভুঁই( ৫২)। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের হরিপুর গ্রামে।ভাতারের হরিপুর গ্রামের বাসিন্দা পবিত্র সিদেভুঁই শনিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর সময় দেওয়াল চাপা পড়ে যান।
পাড়া-প্রতিবেশীরা জখম অবস্থায় তাকে উদ্ধার করে ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়।
পবিত্র সিদেভুঁই পেশায় জনমজুর। তার প্রতিবেশী বাড়িটি দীর্ঘদিন ধরে বিপদজনক অবস্থায় ছিল। বৃষ্টির ফলে দেওয়ালের নিচে অংশ আলগা হয়ে যায়। এদিন পবিত্র বাবু বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় ওই দেওয়ালের একাংশ তার ওপর ভেঙ্গে পড়ে।