সোমনাথ মুখার্জি, অন্ডাল - কয়লা কাণ্ডে CID র জালে আরও দুই ব্যক্তি, এদেরকে রবিবার রাতে গ্রেপ্তার করে সিআইডি।ধৃত দুজনই অন্ডালের বাসিন্দা বলে জানা গেছে। সোমবারে দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতদের তোলা হলে বিচারক ৫ দিন CID হেফাজতের নির্দেশ দেয়।ধৃতরা হলেন অন্ডালের গাইঘাটার বিজয় সিং এবং অন্ডালের সিঁদুলি এলাকার অভিষেক কুমার সিনহা।
গতকাল রবিবার কয়লা কাণ্ডে জড়িত আরো দুই ব্যক্তিকে CID দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করেছিল বলে জানা গেছে। শনিবার রাতে আসানসোলের ঊষা গ্রাম ও পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি এলাকা থেকে CID এদের গ্রেফতার করে, ধৃতদের নাম ওম প্রকাশ আগারওয়াল ও যুধিষ্ঠির ঘোষ, ধৃত দুই ব্যক্তিকে আদালত ৮ দিনের CID হেফাজত দেয় দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক, হেফাজতে নেওয়ার পর এদেরকে জিজ্ঞাসাবাদ করে আজ আরও দুজনকে গ্রেফতার করে, দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হয়।