তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- একুশে জুলাই শহীদ দিবস কে সামনে রেখে ধর্ম তলা চলো ডাক দিয়ে সোমবার বিকালে কাঁকসার গোপালপুরে সভা অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের।এদিন গোপালপুর এলাকার নান্দনিক হলে কাঁকসা ব্লকের প্রতিটি বুথের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে সভা করেন কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী।
এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মন্ডল, তৃণমূল ছাত্র পরিষদের কাঁকসা ব্লকের সভাপতি রাজেশ কোনার, কাঁকসা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্পিতা ঢালী, গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার বিকাশ রায়, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা যুব সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন একুশে জুলাই এর সমর্থনে কাঁকসা ব্লক জুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে কাঁকসা ব্লকের ভিন্ন প্রান্তে দেওয়াল লিখনের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে। পাশাপাশি একুশে জুলাই এর সমর্থনে প্রতিটি অঞ্চলে বুথ ভিত্তিক মিছিল করে প্রচার চলছে।তার আশা এ বছর অন্যান্য বছরের তুলনায় রেকর্ড সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ছাড়াও সাধারণ মানুষ সহিদ সভায় যোগদান করে পুরানো বছরের রেকর্ড ভেঙে ফেলবে।