তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে কয়লা পাচারের অভিযোগে কাঁকসার বাঁশকোপা টোল প্লাজা থেকে ধৃত লরি চালককে পাঁচ দিনের পুলিশি হেফাজতের পর সোমবার এর মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত লরি চালক এর নাম গদাধর লেট।
গত পাঁচ তারিখে ধৃত লরি চালককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশি হেফাজত চাওয়া হলে ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় মহকুমা আদালতের বিচারক।পাঁচ দিনের পুলিশি হেফাজত নিয়ে সোমবার ফের মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।