তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সোমবার বদলি হলেন কাঁকসার এসিপি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়। গত দু তারিখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তার বদলির নির্দেশ আসলেও। সোমবার পুরোপুরি ভাবে কাঁকসার বর্তমান এসিপি সুমন কুমার জয়সওয়ালের হাতে সমস্ত দায়িত্বভার তুলে দেন শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়।
কাঁকসার এসিপি পদে দীর্ঘদিন ধরে নিযুক্ত ছিলেন শ্রীমন্ত বন্দোপাধ্যায়। সোমবার থেকে কাঁকসার এসিপির দায়িত্ব ছেড়ে তিনি দুর্গাপুরে সেন্ট্রাল টু আসানসোল দুর্গাপুর কমিশনারেটের দায়িত্বভার গ্রহণ করেন।জানা গেছে সুমন কুমার জয়সওয়াল দুর্গাপুরের এসিপি ছিলেন তাকে বদলি করে কাঁকসার এসিপি পদে নিযুক্ত করা হয়েছে। সোমবার থেকে সুমন কুমার জয়সওয়াল পুরোপুরি ভাবে কাঁকসার এসিপির দায়িত্বভার গ্রহণ করলেন।