তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- করোনা আবহাওয়া কাটিয়ে দু'বছর পর মহা ধুমধামে কাঁকসার মাধব মাঠে ধর্মরাজের গাজনের আয়োজন করা হয়। গাজন উপলক্ষে উৎসবে মেতে ওঠেন কাঁকসার মাধ্বমাঠ সহ আশেপাশের গ্রামের মানুষ।রবিবার রাত গাজনের পর সোমবার দুপুর থেকে শুরু হয় দিন গাজন।
এদিন দুপুরে কাঁকসার মাধ্বমাঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেয় কয়েকশো মানুষ।তবে এদিন সবথেকে বেশি সকলের নজর কাড়ে মহিলা ঢাকির দল।সোমবার দিন গাজনে মহিলা ঢাকির দল ঢাক বাজিয়ে সকলের নজর কাড়ে।
উদ্যোক্তারা জানিয়েছেন বহু বছর ধরে ধর্মরাজের গাজন অনুষ্ঠিত হয়।তবে করোনার জন্য দু বছর কোনো রকমে পুজোর আয়োজন করা হলেও এবছর করোনার প্রকোপ তেমন না থাকায় মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়। এবং হাজার হাজার এলকার মানুষ এই উৎসবে সামিল হয়েছে।