সংবাদাতা,পূর্ববর্ধমান:- রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন এলাকার উপভোক্তারা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের মেমারির নবপল্লী এলাকায়।রেশনে খাদ্য সামগ্রির পরিমাণ কম দেওয়ার অভিযোগ। এমনকি কম দেওয়া প্রসঙ্গে গ্রাহকরা জানতে চাইলে তাদের সাথে দুর্ব্যবহার করেন ডিলার ।
এই অভিযোগে সোমবার বিকেলে এলাকার বাসিন্দারা জয়ন্ত ব্যানার্জী নামে ওই ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছায় মেমারি ১ নম্বর ব্লক এবং মেমারি পৌরসভার খাদ্য পরিদর্শক কমল কুমার সরকার।
তিনি জানান, যে সমস্ত গ্রাহকরা খাদ্য সামগ্রী কম পেয়েছে তাদের সেই চাল গম দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে । তার আশ্বাসে বিক্ষোভ থেমে যায়।