Type Here to Get Search Results !

২১ শে জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে যাওয়ার মাঝে তৃণমূল কংগ্রেসের কর্মীরা টিফিন সেরে নিচ্ছেন শক্তিগড়ের ল্যাংচার দোকানে, বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা



সংবাদাতা, পূর্ববর্ধমান:- ২১ শে জুলাই শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকেই যাচ্ছেন কর্মীরা। ট্রেন ছাড়া সড়কপথে যারা যাচ্ছেন তাদের অবধারিত স্টপেজ শক্তিগড়।জাতীয় সড়ক এন এইচ ২ এর দুদিকে লাইন দিয়ে রয়েছে অসংখ্য ল্যাংচার দোকান। মিষ্টি ছাড়া অন্যান্য সব খাবারও এখানে পাওয়া যায়। 






দীর্ঘ যাত্রাপথে তাই ব্রেকফাস্টের সন্ধানে এখানে নামছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ব্যবসায়ী ও দোকান কর্মীরা জানান, ২১ শে যে ভিড় হয় তা সারাবছরের রেকর্ড। তাই এদিনটার দিকে তাকিয়ে থাকেন তারা। গত দু বছর ব্যবসা হয়নি। এবারে উদ্দীপনা অনেক বেশি।বিক্রিবাট্টাও জমে উঠেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad