তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে সড়কপথে গতকাল রাত থেকে বাস এবং বিভিন্ন ছোট গাড়ি করে কোলকাতার ধর্মতলায় শহীদ দিবসের সভাস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছেন বহু তৃণমূল কর্মী সমর্থক। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে একাধিক বাস ও ছোট গাড়ি করে বহু তৃণমূল কর্মী সমর্থক রওনা দেন। রাস্তায় যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য পানাগড় বাইপাশে খোলা হয় হেল্প ডেস্ক।
কোনরকম দুর্ঘটনা ঘটলে পুলিশকর্মীরা যাতে দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতির মোকাবিলা করতে পারে তার জন্য হেল্প ডেস্কে সকাল থেকেই নজরদারি চালান ট্রাফিক পুলিশ কর্মীরা ও কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল।
সকাল থেকেই ট্রাফিক পুলিশকর্মীরা সেখানে মোতায়েন রয়েছেন। গতকাল রাত থেকে কত পরিমানে কর্মী সমর্থকদের বাস এবং ছোট গাড়ি কোলকাতার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বা দিচ্ছে তার তালিকা তৈরি করছেন পুলিশ কর্মীরা। হেল্প ডেস্কে পানীয় জলের পাশাপাশি ফার্স্ট এড এর ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মীরা।