তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসায় ডাকাতির আগেই ডাকাতির ছক বানচাল করলো কাঁকসা থানার পুলিশ।বৃহস্পতিবার ভোর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ অভিযান চালিয়ে কাঁকসার বামুনাড়া এলাকা থেকে ওই ডাকাত দলটিকে গ্রেফতার করে মলানদীঘি ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ওই পাঁচ জন ছাড়াও আরও বেশ কয়েকজন তাদের সাথে ছিলো। পুলিশ ৫জনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়।ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়। এলাকায় কোনো একটি কারখানায় ডাকাতির উদ্যেশ্যে জড়ো হয়েছিলো ওই ডাকাতের দলটি বলে পুলিশের অনুমান।
তার আগেই পুলিশ তাদের ধরে ফেলে। ধৃতরা হলেন মঙ্গল হেমব্রম, পল্টু রুইদাস,ভোলা মুর্মু,রূপলাল সোরেন,গয়া টুডু। ধৃতরা সকলেই কাঁকসার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের বৃহস্পতিবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।