তনুশ্রী চৌধুরী,পানাগড়:- বুদবুদের মানকর স্টেশন ঢোকার মুখে রায়পুর সংলগ্ন রেল গেটের রেল লাইনের উপর একটি ট্যাঙ্কার আটকে পড়ার ফলে দিল্লি থেকে হাওড়া গামী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনার জেরে পানাগর স্টেশন দুর্গাপুর সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বহু যাত্রীবাহী কোলকাতা গামী ট্রেন।
খবর পেয়ে বুদবুদ খানার পুলিশ সহ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং রেল লাইনের উপর আটকে যাওয়া ট্যাঙ্কার টিকে অন্যত্র সরানোর চেষ্টা চালায়। এই ঘটনার জেরে কলকাতা দামি সমস্ত দূর পাল্লার লোকাল ও এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। পানাগর স্টেশনে ও দাঁড়িয়ে পড়ে বহু ট্রেন।
যাত্রীরা জানিয়েছেন এই ঘটনার জন্য বহু যাত্রী তারা সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেননি। অগত্যা অনেককেই ট্রেন থেকে নেমে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেন। এদিন দুপুর পৌনে ১টা নাগাদ ট্যাংকারটিকে অন্যত্র সরিয়ে যান ওই রেল গেট দিয়ে চলাচল স্বাভাবিক করেন ও ট্রেন চলাচল স্বাভাবিক করেন রেল আধিকারিকরা।