তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- একুশে জুলাই এর শহীদ দিবসের সমর্থনে তৃণমূলের কাঁকসা অঞ্চল কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকালে কাঁকসার রথ তলায় একটি ম্যারেজ হলে তৃণমূলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এদিন সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনতি হাজরা, কাঁকসা ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাজেশ কোনার, কাঁকসা ব্লকের সভাপতি দেবদাস বক্সী, ত্রিলোকচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রুমা রাও, কাঁকসা অঞ্চল কনভেনার সঞ্জিত রায় সহ অন্যান্যরা।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন। আসন্ন একুশে জুলাই এর শহীদ দিবসকে সামনে রেখে কাঁকসা ব্লকে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। দেওয়াল লিখন থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পথসভার মাধ্যমে তারা একুশে জুলাই এর প্রচার ইতিমধ্যেই শুরু করেছেন। সেই কর্মসূচি অনুযায়ী আজ তারা রথ তলায় সভা করেছেন।
তার আশা এ বছর অন্যান্য বছরের তুলনায় একুশে জুলাই এর শহীদ দিবসে কলকাতার জনসভায় বিপুল সংখ্যায় কর্মী সমর্থকরা যোগদান করবেন এবং শহীদ দিবসের সভা সফল করবেন।এদিন মিনতি হাজরা সভায় উপস্থিত সকল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সামনে একুশে জুলাইয়ের তাৎপর্য ব্যাখ্যা করেন।