তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সিপিআইএম এর সারা ভারত কৃষক সভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার একগুচ্ছ দাবি কে সামনে রেখে ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সামনে অবস্থান বিক্ষোভে বসল বাম কর্মী সমর্থকরা।সিপিআইএম এর ত্রিলোকচন্দ্রপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সামনে এদিন গণ অবস্থান-বিক্ষোভ দেখানোর পাশাপশি একগুচ্ছ দাবি কে সামনে রেখে ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত কে ডেপুটেশন দিলেন বাম কর্মী সমর্থকরা।
এদিন মিছিল করে এসে পঞ্চায়েতের সামনে প্রথমে বিক্ষোভ দেখান বাম কর্মীরা এরপর একগুচ্ছ দাবি নিয়ে তারা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন জমা দেন।এদিন অবস্থান বিক্ষোভে সামিল হন ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলের বাম কর্মী সমর্থকরা, ব্লক ও জেলা নেতৃত্বরা।সিপিআইএম-2 নম্বর এরিয়া কমিটির সম্পাদক মুরশেদ আলি জানিয়েছেন মূলত ওই অঞ্চলে বহু মানুষ ১০০ দিনের কাজ পাচ্ছেন না।
অবিলম্বে এলাকায় ১০০ দিনের কাজ শুরু করার দাবি সহ যারা ১০০ দিনের কাজ করার উপযুক্ত তাদের অবিলম্বে কাজের ব্যবস্থা করার দাবি সহ একাধিক দাবিকে মনে রেখে তাদের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।