তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা ব্লকে এসার অয়েলের শ্রমিক সংগঠন গঠিত হলো রবিবার।রবিবার কাঁকসার গোপাল পুরের এসার অয়েলের একটি পিঠের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করে সংগঠনের সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলার জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ মন্ডল ও কাঁকসা ব্লকের যুব সহ সভাপতি সমরেশ ব্যানার্জি।
কাঁকসা ব্লকের তৃণমূলের জেলা যুব সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ মন্ডল জানিয়েছেন কাঁকসা ব্লকে ইতিমধ্যে প্রায় ৩০টি এসার অয়েলের পিঠ রয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়ের অনুমতি পত্র আসার পরই কমিটি গঠন হয়।যে কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন জেলা সভাপতি অভিজিৎ ঘটক,সমস্ত এসার অয়েলের পিঠের দায়িত্বে থাকবেন ৪জন সহ সভাপতি। যারা হলেন সমরেশ ব্যানার্জি,রমেন্দ্রনাথ মন্ডল, বিকাশ রায় ও উৎপল দত্ত।বাকি শ্রমিকরা নানান দায়িত্বে থাকবেন।
কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সহ সভাপতি সমরেশ ব্যানার্জি জানিয়েছেন কাঁকসা ব্লকের যে কটা পিঠ রয়েছে তার প্রয়েকটি পিঠে কোথাও ১০ জন আবার কোথাও ২০জন করে বা তার বেশি শ্রমিক কাজ করে। কমিটি গঠন হওয়ার ফলে শ্রমিকদের অনেকটাই সুবিধা হবে।আগামী দিনে তারা তাদের দাবি দাওয়া উচ্চ নেতৃত্বের মাধ্যমে কারখানা কর্তৃপক্ষের কাছে পেশ করতে পারবে।