সংবাদাতা,পূর্ববর্ধমান:- শনিবারের পর রবিবারও প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবী করল জেলা বিজেপি।রবিবার বিকেলে বর্ধমানের বীরহাটা থেকে মিছিল করে কার্জনগেট চত্ত্বরে জমায়েত হয় বিজেপি নেতা কর্মীরা।
প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তার বন্ধবীর গ্রেফতারের ঘটনায় কার্জনগেট চত্ত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি । বিক্ষোভস্থল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করে বিজেপি। বিজেপির জেলা সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, ' বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ২৯৪টি কেন্দ্রেই তিনি প্রার্থী। এখন এই ঘটনার দায় তাকে নিতে হবে।' যতদিন মুখ্যমন্ত্রী পদত্যাগ না করবেন ততদিন এই আন্দোলন চলবে বলে জানান মৃত্যুঞ্জয় বাবু।