সংবাদাতা,দুর্গাপুর:- দুর্গাপুরের মেয়রের নামে WhatsApp-এ ফেক অ্যাকাউন্ট বানিয়ে দলেরই লোক কে ফোন, থানায় অভিযোগ দায়ের মেয়রের।দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়ের নামে WhatsApp-এ ফেক অ্যাকাউন্ট বানিয়ে ফোন করছে দলের লোককে। এই ঘটনায় মেয়র দুর্গাপুর থানায় সাইবার ক্রাইম বিভাগের পুলিসের কাছে রবিবার অভিযোগ দায়ের করেন। মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,মোইন খান নামে এক যুবক ওই ফেক প্রোফাইল বানিয়েছে। পুলিস অভিযোগ পাওয়া মাত্র ঘটনার তদন্ত শুরু করেছে।