তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা এলাকার ২৬ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানালো পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতি।এদিন কাঁকসার ১১মাইল বাস স্ট্যান্ড এলাকায় কাঁকসা,পশ্চিম বর্ধমান ইউনিট গলসির পক্ষ থেকে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্র ছাত্রী দের সম্বর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের পঞ্চায়েত সদস্যরা ও পঞ্চায়েত সমিতির সদস্যরা,এলাকার বিশিষ্টজনেরা ও ধান্য ব্যবসায়ী সমিতির সদস্যরা।
সদস্যরা জানিয়েছেন তারা এবছর সমিতির পক্ষ থেকে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানিয়েছেন। তার পাশাপাশি আজ অনুষ্ঠান মঞ্চ থেকে কাঁকসা ব্লকে একটি ডিগ্রি কলেজের আবেদন জানান।
তারা জানিয়েছেন এই এলাকায় কোনো ডিগ্রি কলেজ না থাকার কারণে সমস্যায় পড়তে হয় ছাত্র ছাত্রীদের।কারণ এই এলাকার বহু ছাত্র ছাত্রীকে মানকর ও দুর্গাপুরে যেতে হয় কলেজে পড়তে।সেই কারণে এলাকায় যদি ডিগ্রি কলেজ তৈরি করা যায় তবে উচ্চ শিক্ষার জন্য অনেকটাই সুবিধা হবে ছাত্র ছাত্রীদের।