Type Here to Get Search Results !

বিষমদ কান্ডে এবার আরও সক্রিয় প্রশাসন



সংবাদাতা,পূর্ববর্ধমান:- বিষমদ কান্ডে এবার আরও সক্রিয় প্রশাসন।  শনিবার দিনভর তল্লাশির পর রাতেও তল্লাশি জারি বর্ধমান শহর ও শহর সংলগ্ন এলাকায়। এদিন শহরের লক্ষীপুরমাঠ, গুডশেড রোড, মেহেদীবাগান, গোলাপবাগ সহ একাধিক এলাকায় চলছে তল্লাশি। 








আবগারি দপ্তর ও বর্ধমান থানার যৌথ উদ্যোগে বিশাল পুলিশ বাহিনী এলাকা জুড়ে এই তল্লাশি অভিযান চালায়। আবগারি দপ্তরের পাঁচটি সার্কেলের আধিকারিক ও কর্মীরা এই অভিযানে নামেন। বেআইনি ভাবে মদ বিক্রির কারবারে যুক্ত থাকায় দুইজনকে আটক করেছে পুলিশ। একজনকে লক্ষীপুর মাঠ ও অন একজনকে গুডশেড রোড এলাকা থেকে আটক করা হয়েছে। এই অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন আবগারি আধিকারিক এনায়েত রব্বি। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad