তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রশাসনের কড়া নজরদারিতে শনিবার সন্ধ্যায় রথযাত্রা অনুষ্ঠিত হলো কাঁকসার রথ তলায়।প্রায় ৮০ বছরের পুরনো এই রথযাত্রায় শনিবার সন্ধ্যায় অংশগ্রহণ করেন কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ, কাঁকসার বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায় সহ এলাকার বিশিষ্টজনেরা।
শনিবার সন্ধ্যায় সাধারণ মানুষের সাথে উল্টো রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার সূচনা করেন কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ এবং কাঁকসার বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায়।রথের মেলা কমিটির সদস্যরা জানিয়েছেন প্রায় ৮০ বছরে পদার্পণ করেছে রথ তলার রথের মেলা।প্রতিবছর রথের মেলা কে কেন্দ্র করে সাধারণ মানুষের চরম উৎসাহ থাকে।
গত দু'বছর করোনার জন্য রথের মেলা অনুষ্ঠিত না হলেও এ বছর কোরোনার প্রকোপ তেমন না থাকায় কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে রথের মেলায় এমনই দাবি মেলা কমিটির সদস্যদের।যদিও রথের মেলা উপলক্ষ্যে এদিন কাঁকসার বিভিন্ন প্রান্তে কড়া প্রহরায় মোতায়েন ছিলো কাঁকসা থানার পুলিশ।