নীলেশ দাস,আসানসোল:- তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে অভিনব আন্দোলন করল বিজেপি।শনিবার কুলটির ডিসেরগড়ের ছিন্নমস্তা শ্মশান ঘাটে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কুশপুত্তলিকা দাহ সংস্কার করলো বিজেপি নেতৃত্বরা।
বিজেপি নেতৃত্বরা বলেন এদিন প্রথমে ছিন্নমস্তা মন্দিরে পুজো দেওয়া হয়েছে।এরপর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কুশপুত্তলিকা নিয়ে শবযাত্রা বের করে ডিসেরগড়ের ছিন্নমস্তা শ্মশান ঘাটে পৌচ্ছে কুশপুত্তলিকা দাহ সংস্কার করা হয়েছে।এই অভিনব আন্দোলনের মাধ্যমে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা।