Type Here to Get Search Results !

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে আছে পাণ্ডবেশ্বর রেল স্টেশন সংলগ্ন রাস্তা, বেহাল রাস্তার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা



সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর:- পাণ্ডবেশ্বর রেল স্টেশন সংলগ্ন রাস্তার অবস্থা বেহাল । এমনিতেই খানাখন্দে ভরেছে প্রায় ৫০০ মিটার রাস্তা রাস্তা। গোদের ওপর বিষ ফোঁড়ার মত রাস্তার দুপাশেই নিকাশী নালার অভাবে রাস্তার দু'পাশে থাকা দোকানের নোংরা জল জল চলে আসে রাস্তায়। আর এতেই ঘটে বিপত্তি, বেহাল রাস্তার কারণে নিত্যদিন ছোটখাট দুর্ঘটনা ঘটতেই থাকে এলাকায় । 







পাণ্ডবেশ্বর রেলস্টেশনের একেবারে ঢোকার মুখ থেকে পাণ্ডবেশ্বর পোস্ট অফিস পর্যন্ত এই রাস্তাটি এমনিতেই বিপদজনক তার ওপর খানাখন্দে ভরেছে রাস্তা। আবার বর্ষাকালে বা প্রচন্ড বৃষ্টিপাত হলে এই রাস্তা পুকুরের রূপ নেয় । সেই সময় রাস্তা দিয়ে পারাপার করা জীবন হাতে নিয়ে যাওয়ার সমান । অথচ এই রাস্তাটি পাণ্ডবেশ্বর এর গুরুত্বপূর্ণ একটি রাস্তা । এই রাস্তা দিয়েই পাণ্ডবেশ্বর রেলস্টেশন আসতে হয়, এ ছাড়া এটাই পাণ্ডবেশ্বর থেকে দুর্গাপুর যাওয়ার প্রধান রাস্তা । স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি সংস্কার হোক এই রাস্তার । এলাকার মানুষ যাত্রা যন্ত্রণা থেকে মুক্তি পাক । 








কিন্তু বললেই হয় না,পাণ্ডবেশ্বর ব্লক প্রশাসন ও রেল প্রশাসনের টানাপোড়নের কারণেই দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় পড়ে আছে এই রাস্তা । এমনটাই স্থানীয়দের অভিযোগ । স্থানীয় বাসিন্দা অভিষেক তেওয়ারির অভিযোগ, দীর্ঘ এক বছর যাবত এই রাস্তাটির হাল বেহাল । তাই স্থানীয় বাসিন্দারা যায় শীঘ্রই এই রাস্তাটির সংস্কার হোক । 







অন্যদিকে তৃণমূলের বৈদ্যনাথপুর পঞ্চায়েত সদস্য তথা কেন্দ্রা অঞ্চল সভাপতি যমুনা ধীবর জানান, রাস্তাটির সম্পূর্ণ রেলের জায়গায় তাই পঞ্চায়েত ও জেলা পরিষদের উদ্যোগে এই রাস্তাটির কাজ করা সম্ভব নয়। তাই তারা দলগতভাবে রেল প্রশাসনের কাছে অনুরোধ করবেন ,শীঘ্রই রাস্তাটির সংস্কার করার জন্য । অনুরোধে কাজ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad