তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার সিলামপুরে রাতভর ষাঁড়ের তাণ্ডবে অতিষ্ঠ সিলামপুরের বাসিন্দারা। ষাঁড়ের তাণ্ডবে আহত হন সিলামপুরের বেশ কয়েকজন বাসিন্দা।গুরুতর আহত অবস্থায় বুধবার ভোর রাত্রে আহতদের পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।। খবর দেওয়া হয় বনদপ্তরকে এবং কাঁকসা থানার পুলিশকে। পুলিশ বন ও দফতরের কর্মীরা ষাঁড় টিকে উদ্ধার করে বুধবার ভোর নাগাদ অন্যত্র নিয়ে যায়।
আহত এক সিলামপুরের বাসিন্দা জানিয়েছেন এলাকায় চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে দেখতে গিয়ে ষাঁড়ের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তবে গ্রামের মানুষ দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
ষাঁড়টি দীর্ঘদিন ধরে সিলামপুর এলাকাতেই ঘোরাঘুরি করত কিন্তু হঠাৎ করে মঙ্গলবার রাত্রে ক্ষিপ্ত হয়ে ওঠে ষাঁড়টি, গোটা এলাকা জুড়ে তাণ্ডব চালানোর পাশাপাশি বেশ কয়েকজনকে ধাক্কা মারলে আহত হয় সিলমপুরের বেশ কয়েকজন বাসিন্দা।পুলিশ বন ও বন দফতরের কর্মীরা ক্ষিপ্ত ষাঁড়টিকে অন্যত্র সরানোর ফলে স্বস্তি পেয়েছেন এলাকার মানুষ।