তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা মলানদিঘি এলাকায় গত কয়েক মাস আগে এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। ধৃত যুবকের নাম আশরাফুল শেখ।গত দুদিন আগে চুরির ঘটনার তদন্তে নেমে কাঁকসা থানার পুলিশ ওই যুবকের সন্ধান পায়।
ধৃতকে গত দুদিন আগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে গ্রেপ্তার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।চুরির ঘটনার সাথে আরো কেউ যুক্ত আছে কিনা তার সন্ধান চালাচ্ছে পুলিশ । পাশাপাশি ভিন্ন একটি ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।।